খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

খবর প্রতিবেদন |
০১:২৬ পি.এম | ২০ অক্টোবর ২০২৫


বাংলাদেশের ওপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয় ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সংস্থাটি এই মৌসুমী বৃষ্টিবলয়টির নাম দিয়েছে ‘আঁখি’।

সোমবার (২০ অক্টোবর) সকালে সংস্থাটি এক ফেসবুক বার্তায় জানিয়েছে, ‘আঁখি’ নামে এই বৃষ্টিবলয়টি খুবই শক্তিশালী এবং প্রায় পূর্ণাঙ্গ একটি মৌসুমী বলয়। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডব্লিউওটির ভাষ্য অনুযায়ী, ‘আঁখি’ একটি ক্রান্তীয় বৃষ্টিবলয়, যার শক্তি ও পরিধি অনেক বড়। এটি কোনো ঘূর্ণিঝড় নয়, তবে এর ভৌগোলিক বিস্তার এবং প্রভাব অনেকটা ঘূর্ণিঝড়-সদৃশ বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চল—সব এলাকা এই বৃষ্টির আওতায় আসতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই বৃষ্টিবলয় ৫-৬ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় নদী বা নিম্নাঞ্চল রয়েছে, সেখানে পানি জমে যাওয়ার ঝুঁকি বেশি।