খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

উপস্থাপক সমৃদ্ধিকে ‘আয়না’ পডকাস্ট থেকে অব্যাহতি

খবর বিনোদন |
০৩:৪২ পি.এম | ২০ অক্টোবর ২০২৫


বিতর্কিত উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

একুশের টিভির অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, ‘‘গুরুতর অসদাচরণের দায়ে সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট ‘আয়না’ থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।’’

সমৃদ্ধি উপস্থাপক হিসেবে পরিচিতি পান নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে। এরপর বিভিন্ন ইউটিউব চ্যানেল ও টেলিভিশনে উপস্থাপনা করতে দেখা যায় তাকে।

বিতর্ক হাত ধরে হেঁটেছে সমৃদ্ধির। অনুষ্ঠানে অশোভনীয় প্রশ্ন করে অতিথিদের অপ্রস্তুত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে এ নিয়ে অনেকে লেখালেখি করেছেন নেট মাধ্যমে।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সমৃদ্ধির বিষয়টি নিয়ে লিখেছিলেন। আয়না অনুষ্ঠানে এ উপস্থাপকের অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অপ্রত্যাশিত প্রশ্নের মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছিলেন পিয়া।