খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

মুকসুদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় সুজন মোল­া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাবাড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুজন মোল­া ওই গ্রামের মৃত দেলোয়ার মোল­ার ছেলে। 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে ঘরে ঘুমাতে যায় সুজন। পরে কোন সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন দুপুরের দিকে তার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।