খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

ফুলতলার জামিরা কলেজে শিক্ষা বিষয়ক মতবিনিময়

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


জামিরা বাজার আসতোমিয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ ইনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, সহকারী অধ্যাপক শেখ বাহারুল ইসলাম। সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাস ও সাবিনা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ সাইফুল ইসলাম খান, ফ ম আঃ রহমান, ওসমান গনি সরদার, প্রভাষক অহিদুজ্জামান, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোঃ নেছার উদ্দিন, বিএম শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী প্রমুখ।