খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

আশাশুনির বাজারের গণ-শৌচাগার ভাঙার প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


আশাশুনি উপজেলার পাইথালী বাজারে গণ-শৌচাগার ভেঙে ফেলার প্রতিবাদে বাজারের ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছেন। শৌচাগার ভাঙার মূল হোতা অবসরপ্রাপ্ত ব্যাংকার বেলায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে শৌচাগার নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল ৯ টায় বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বাজার কমিটির আহবায়ক মামুন হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওলিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বেল­াল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি এরশাদ আলী, বাজার কমিটির সাবেক সভাপতি অবঃ সেনা সদস্য হযরত আলী ও খায়রুল ইসলাম, ব্যবসায়ী মমিনুর রহমান গাজী ও মোশাররফ হোসেন। বক্তাগণ বলেন ১৭ বছর আগে সরকারি অর্থ বরাদ্দে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে বাজারের উত্তরাংশে খাস জমিতে শৌচাগারটি নির্মাণ করে বুধহাটা ইউনিয়ন পরিষদ। ৩টি টয়লেট ও ১টি প্রস্রাব খানাসহ টয়লেটটি বাজারের শত শত ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ ব্যবহার করে থাকে। বেলায়েত হোসেন টয়লেট সংলগ্ন তার মার্কেট থাকায় নিজ স্বার্থে সোমবার দুপুরে যখন লোকজন বাড়িতে, এ সুযোগে টয়লেটটির দেওয়াল ভেঙে একাকার করে ফেলে। এ ঘটনায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ফুঁসে উঠেছে।