খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

ইসলামী আন্দোলনের উদ্যোগে ৫ দফা দাবিতে খানজাহান আলী থানা শাখার বিক্ষোভ মিছিল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২৫ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


জুলাই সনদের ভিত্তিতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার দৃশ্যমান বিচার করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির আওতায় খানজাহান আলী থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সোমবার বিকেল ৫টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। 
সংগঠনের থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল­াহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী শিশিরের নগর শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসহাক ফরিদী। থানা জয়েন্ট সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের থানা শাখার সভাপতি মোঃ নাজিম হাওলাদার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের থানা সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ জামাল হোসেন বিশ্বাস, সেক্রেটারী  মাস্টার মঈন উদ্দিন ভ‚ঁইয়া, এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ মোল­া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শাকিল, থানা আন্দোলনের নেতা মোঃ ওমর ফারুক, মাওলানা হারুন অর রশীদ, মোঃ এস্কেন্দার আলী, মাওলানা আব্দুল আজিজ, ক্বারী মোহিদুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মোঃ কাবিল হোসেন, মোঃ আরমান হোসেন, মোঃ হেদায়েত উল­াহ, মোঃ সেলিম রেজা, মোঃ মনিরুল ইসলাম মনি, মাওলানা রাশেদুল ইসলাম, মোঃ সাকিব হোসেন, মোঃ কামরুল হুদা চৌধুরী, মোঃ আব্দুল হালিম,মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হাবিবুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড শাখার সেক্রেটারী মোঃ আমির হোসেন, থানা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ ওহিদুল ফকির, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সুজন, থানা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাতাব ইবনে রফিক, যুব নেতা দাউদ মোল­া ইমন, থানা ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ শাহজালালসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ফুলবাড়ীগেটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।