খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

খুবিতে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন

সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে শিল্প শিক্ষার্থীরা : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে ৪ দিনব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চারুকলা স্কুলের আঙিনায় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
এ সময় তিনি বলেন, চারুকলা স্কুলের তিনটি ডিসিপ্লিনে নানা সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। তাদের সৃষ্টিশীল কাজই সফলতার সাক্ষ্য বহন করে। সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে- এর জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দেশ বরেণ্য শিল্পী হয়ে আমাদের গৌরবান্বিত করবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, শিল্প মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিল্পচর্চা শুধু নান্দনিক আনন্দ নয়, এটি সমাজ ও জাতির মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করে, আর শিল্প তাকে করে সুন্দর ও পরিপূর্ণ। তাই দেশের সামগ্রিক উন্নয়নে বিজ্ঞানের পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা। অনুষ্ঠানের শুরুতে বাঁশি বাজিয়ে মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করেন ডিসিপ্লিনের অ্যালামনাই তপু দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থী অর্পন রায় ও ফারিহা তাসনিম। 
অনুষ্ঠানে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ আবিরকে ‘শিল্পী শশিভ‚ষণ পাল গ্র্যান্ড এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ডিসিপ্লিনের ব্যাচেলর ও মাস্টার্স প্রতিটি সেমিস্টার থেকে দুইজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। 
পরে উপাচার্য শিল্পী শশিভ‚ষণ পাল আর্ট গ্যালারিতে ফিতা কেটে ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা) অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে ৯৫ জন শিক্ষার্থীর ১২০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।