খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

ডুমুরিয়ায় ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে পরওয়ার

আগামী নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনী ভিত্তি ঠিক করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মধ্যদিয়ে নতুন করে নির্বাচিত কোন শাসক যাতে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেভাবে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, জুডিশিয়ালি ব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অরগানকে সাজানো হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, ইউসুফ ফকির, শাহজালাল হোসেন, আমীর গাজী সাইফুল্লাহ, বিএম আলমগীর হোসেন, আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন, শেখ বেলাল হোসেন, তৈয়েবুর রহমান জোয়ার্দার প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার। উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা যুব বিভাগের সভাপতি মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি বি এম আলমগীর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সাইফুল্লাহ, ধামালিয়া ইউনিয়নের আমীর মোস্তফা আহমেদ চৌধুরী, রুদাঘরা ইউনিয়নের আমীর মোস্তফা কামাল, রঘুনাথপুর ইউনিয়নের আমীর বিল্লাল হোসেন, ডুমুরিয়া উপজেলা (উত্তর) ছাত্রশিবির সভাপতি মফিজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আমান উল্লাহ প্রমুখ। 
দুপুর ১২টায় শাহপুর বাজারে গণসংযোগ শেষে এক হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডাঃ হরিদাস মন্ডল। বিকেলে থুকড়া আমভিটা বাজারে গণসংযোগ করেন। সন্ধ্যায় আমভিটা বাজারে হিন্দুদের সাথে মতবিনিময় করেন খুলনা-৫ আসনের এই প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
রংপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি তরুন কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, গোলাম মোস্তফা আল মুজাহিদ, এড. আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস, রংপুর ইউনিয়ন সেক্রেটারি রাশিদুল ইসলাম প্রমুখ।