খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

নগরীতে ধানের শীষের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

আন্দোলন বিমুখ ও লিয়াজোঁকারীদের বিষয়ে সতর্ক থাকার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল শহরের প্রধান সড়ক-যশোর রোড, খানজাহান আলী রোড প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। 
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পথসভায় বক্তারা বলেন, বিএনপি এখন আন্দোলন ও গণমানুষের দলে পরিণত হয়েছে। যারা বিগত সময়ে রাজপথে ছিলেন না, আন্দোলনে অংশ নেননি-সেই সুবিধাভোগী নেতাদের দলে জায়গা হবে না। 
নেতারা আরও বলেন, যারা পদত্যাগী বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে অব্যাহতিপ্রাপ্ত হয়েছে তারা এখন দলে প্রবেশ করতে চাচ্ছেন। সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিভাজন সৃষিাপর পাঁয়তারা করছেন। দলের ত্যাগী, পরিশ্রমী ও মাঠের নেতা-কর্মীরাই আগামী দিনের নেতৃত্বে আসবে।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, মহানগর বিএনপি আজ আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই-তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যারা দলের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই। 
সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে গণমানুষের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতের এই আন্দোলনে খুলনার জনগণ অগ্রণী ভূমিকা রাখবে। যারা ৫ আগস্টের আগে কোনো আন্দোলনে ছিলেন না, পুলিশ ও পতিত সরকারের সাথে লিয়াজোঁ করে চলেছেন-তাদের ব্যাপারে নেতাকর্মীদের আরো বেশি সতর্ক থাকতে হবে। বিএনপি যাকে ধানের শীষের মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পথ সভায় নেতারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানান-ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে দেয়ার আহবান জানিয়েছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, মহিলা দল, তাঁতীদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজকের কর্মসূচি: আজ বুধবার বেলা ১১টায় নগরীর রয়্যাল চত্বর থেকে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল শুরু হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। এ সময় বিএনপি প্রদত্ত ৩১ দফার লিফলেট বিতরণ করা হবে।