খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

গুমের শিকার ভুক্তভোগীরা

অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পাক কিন্তু সাব-জেলে নয়

খবর প্রতিবেদন |
০১:২৫ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে বিশেষ ডিভিশন পেতে পারেন। কিন্তু ‘সাব-জেল’ নামে কোনো বৈষম্য করা যাবে না। মানবতাবিরোধী অপরাধ ও গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা অফিসারদের হাজিরার পর আজ বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সাথে কথা বলে তারা এ দাবি জানান।

এ সময় গুমের শিকার ব্যক্তিদের পক্ষে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ হিল আমান আল আযমী ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান প্রমুখ।

আয়না ঘরে দীর্ঘ আট বছর গুমের শিকার জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ হিল আমান আল আযমী বলেন, অভিযুক্ত এসব সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে গিয়ে, বিশেষ করে র‌্যাবে এসে অপরাধে জড়িয়েছেন। তাদের সংখ্যা সামগ্রিক বাহিনীর এক শতাংশও নয়। তাই তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে দায়ী করে নিন্দা করা উচিত নয়। তিনি আরও বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধে জড়িত সবার কঠোর শাস্তি চাই।

গুমের শিকার আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান অভিযুক্তদের প্রতি বৈষম্যের বিরোধিতা করে বলেন, আসামিদের ব্যাপারে বৈষম্য করা ঠিক হবে না। অন্য সব আসামির মতো তাদেরও সাধারণ জেলে রাখতে হবে, যেমনটি রাখা হয়েছে গ্রেফতারকৃত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রয়োজনে তাদের আইনানুগভাবে বিশেষ ডিভিশন দেয়া যেতে পারে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানাভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে উপস্থিত অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব-জেলে পাঠানো হয়েছে।