খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, প্রাণহানি অন্তত ৩৮

খবর প্রতিবেদন |
০২:০৩ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানিবাহী এই ট্যাংকারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে প্রাণহানির ঘটনা।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাংকার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ জানান, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত ওই মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে। এছাড়া সড়কের অবস্থাও খারাপ।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই সড়কের জীর্ণ অবস্থা ও খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।