খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

চিতলমারীতে সকলের প্রিয় প্রধান শিক্ষক সবুর মিয়ার ইন্তেকাল

চিতলমারী প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মৈজোড়া গ্রামের (অব:) প্রধান শিক্ষক শেখ আব্দুর সবুর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মঙ্গলবার রাত ৯ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিছুদিন ধরে রোগে ভুগছিলেন। 
বুধবার সকাল ৯ টায় বড়বাড়িয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুম সবুর মিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, তাঁর সহকর্মী প্রাক্তণ ছাত্র, এলাকার ভিবিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম শেখ আব্দুর সবুর মিয়া চাকুরী জীবনে দেশের ভিন্ন জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।