খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কেশবপুর প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


যশোরের কেশবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার বিকেলে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সভায় পৌর আহবায়ক গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন। পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, যুবনেতা আব্দুল গফুর, মেহেদী হাসান সুমন প্রমুখ। সভায় আগামী ২৭ অক্টোবর যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুর উপজেলা থেকে স্বতঃস্ফ‚র্তভাবে যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরবর্তীতে কেশবপুরে যুবদলের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে এমনটি জানানো হয়।