খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

আশাশুনির টেংরাখালীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


আশাশুনি উপজেলার টেংরাখালীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে টেংরাখালী খালে তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
টেংরাখালী যুব কমিটির আয়োজনে টেংরাখালী শ্রীশ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে প্রতিযোগিতায় সোনাবাদাল কালিমাতা স্পোর্টিং ক্লাব, দাঁদপুর নৌকা দল, টেংরাখালী দল ও সোনাবাদাল মা মনশা দল অংশ নেয়। প্রতিযোগিতায় সোনাবাদাল কালিমাতা স্পোর্টিং ক্লাব দল ১ম ও দাঁদপুর দল ২য় স্থান অধিকার করে। ১ম স্থান অধিকারী দলকে ৫০০০ ও ২য় স্থান অধিকারী দলকে ৩০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এড. কিশোরী মোহন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তুহিন উল­াহ তুহিন।