খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত

খবর ডেস্ক |
১১:৫৩ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদকে সামনে রেখে সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় গতকাল বুধবার নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নড়াইল : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থান এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক নিশ্চিত করবার জন্য বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং প্লাকার্ড বহন করেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইল সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, বিআরটিএ ইন্সপেক্টর ফরহাদ হোসেন, তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী (পিপিএম), নায়েক মোঃ আলাউদ্দিন আহমেদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও মালিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিআরটিএ সার্কেলের পক্ষ থেকে জানানো হয় সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আলোচনায় মূল প্রতিপাদ্য মানসম্মত হেলমেট পরিধানের গুরুত্ব এবং সড়কে নিরাপদ গতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। 
ঝিনাইদহ : দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পরিবহন শ্রমিক, মালিক, বাইকার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা র‌্যালিতে অংশ নেন। এছাড়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ বিআরটিএ’র ইন্সপেক্টর সজিব সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার প্রসেনজিৎ সাহা, সহকারী কমিশনার মোঃ তানভীর ইসলাম সাগর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সড়ক ও জনপদ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, ঝিনাইদহ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান, আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস। 
জেলা প্রশাসক বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্যদিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পাশাপাশি পথচারী সহ সকলে সচেতন ভাবে রাস্তা পারাপার হতে হবে। একে অপরকে সচেতন করতে হবে। 
পাইকগাছা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার পক্ষ থেকে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এসএম ইমদাদুল হক, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, যুবনেতা আবু হুরায়রা বাদশা, প্রভাষক আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ আব্দুল বারী। উপস্থিত ছিলেন নিসচা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক এন ইসলাম সাগর, আলাউদ্দিন রাজা, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, ফসিয়ার রহমান, জালাল আহমেদ, আবুল হাশেম, বদিউজ্জামান, শাহজামান বাদশা, মানসুর রহমান জাহিদ, কাজী সোহাগ, মাজহারুল ইসলাম মিথুন, মহানন্দ অধিকারী মিন্টু,  চিকিৎসক সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম গাজী, রকি বিশ্বাস, আবু হানিফ মিলনসহ নিসচা নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান। অনুষ্ঠান শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।