খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম, মামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুজ্জামান সনেট নামের এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বারবাজার মাজার রোডে আনোয়ার হোসেন নামে এক সন্ত্রাসী সনেটকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর জখম অবস্থায় রাতেই তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক সনেট দৈনিক আমাদের কন্ঠ ও রুপান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। বুধবার সকালে সনেট বাদী হয়ে একজনকে আসামি করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। 
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক সনেট জানায়,  মঙ্গলবার রাত ১০টার দিকে বারবাজার গাজী কালু চম্পাবতি মাজার সড়ক দিয়ে বাদেডিহি বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন আনার (২৬) তার পথরোধ করে। এ সময় সাংবাদিক সনেট গতি রোধের কারণ ও তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারণও জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি ও এক পর্ষায়ে আনোয়ারের কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে। আহত সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কুড়ালের কোপে তার মাথায় ৫টি সেলায় দেওয়া হয়েছে। 
এদিকে সাংবাদিকের উপর হামলার শুনে, রাতেই স্থানীয় সাংবাদকর্মী, থানা পুলিশ ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসার খোঁজখবর এবং  ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন। 
কালীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীকে আটকে রাতেই বারবাজার ফাঁড়িকে নির্দেশ দিয়েছেন। পুলিশ দ্রুততম সময়েই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবে বলে জানান তিনি।