খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা জেলা শাখার আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:২৪ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বটিয়াঘাটা খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনার পরিচালক জিয়াউর রহমান। প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আবুল কাশেম, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, আমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান কৌশিক পাল। সভাটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার সহ-সভাপতি  খাইরুল ইসলাম খান জনি।

অনুষ্ঠানের বক্তারা বলেন সড়ক নিরাপদ রাখতে আইন মেনে চলতে হবে। বিশেষ করে যারা যানবাহন চালান। গাড়ির চালকদের যেমন প্রশিক্ষণ প্রয়োজন তেমনি শিক্ষার্থী ও জনসাধারণের জন্য ও প্রশিক্ষণ প্রয়োজন। এক্ষেত্রে প্রার্থীদের প্রশিক্ষিত করাই মূল লক্ষ্য। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। দ্রুত গতিতে যানবাহন চলাচলের কারণে অনেক শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে। আবার সড়ক আইন না জানার কারণে প্রাণহানির ঘটনা ঘটছে।