খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রে নেশাগ্রস্ত ভারতীয় অভিবাসীর ট্রাকচাপায় নিহত ৩

খবর প্রতিবেদন |
০৬:৪৪ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ২১ বছর বয়সী এক অবৈধ ভারতীয় অভিবাসীর ট্রাক চাপায় কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জাসনপ্রিত সিং নামে ওই ট্রাক চালককে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি৭ জানিয়েছে, গত মঙ্গলবার বিকালে সান বার্নার্ডিনো কাউন্টির ফ্রিওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। জাসনপ্রিত তার সেমি-ট্রাক নিয়ে যাচ্ছিলেন। ওই সময় নেশাগ্রস্ত থাকায় সামনে বেশকয়েকটি গাড়িকে সজোরে ধাক্কা মারেন তিনি। এতে গাড়িগুলো দুমড়ে-মুছড়ে যায়। ট্রাকটির ড্যাশক্যামে ভয়াবহ এ দুর্ঘটনার পুরো ভিডিও ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে- একাধিক গাড়িতে প্রচণ্ড গতিতে তার ট্রাক আছড়ে পড়ছে।

সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় মোট আটটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে চারটি বাণিজ্যিক ট্রাক ছিল। এর ফলে তিনজন নিহত ছাড়াও জাসনপ্রিতসহ আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ক্যালিফোর্নিয়ার ইউবা সিটির পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত থাকায় সামনের গাড়ি খেয়ালই করেননি জাসনপ্রিত। ফলে তিনি কোনো ব্রেকও চাপেননি। আটকের পর পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় তিনি মাদক গ্রহণ করেছিলেন। এ ঘটনায় জাসনপ্রিত নিজেও আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার পর বর্তমানে হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাকে আদলতে হাজির করার কথা রয়েছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি)-এর কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় সিং-এর কাছে বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা তা তদন্তাধীন রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ভারতীয়র যুক্তরাষ্ট্রে থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না।

আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, জাসনপ্রিত সিং ২০২২ সালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ওই বছরের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোতে তাকে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী আটক করেছিল। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ‘আটকের বিকল্প’ নীতির আওতায় তাকে ছেড়ে দেওয়া হয়। সাধারণ এ নীতিতে অবৈধ অভিবাসীদের আটকের পর তাদের বিচার না হওয়া পর্যন্ত বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয়।

এরআগে গত আগস্টে হারজিন্দার সিং নামে এক ভারতীয় ফ্লোরিডার সেন্ট লুসি কাউন্টির পোর্ট পিয়ার্সে অবৈধভাবে ইউ-টার্ন নেওয়ার সময় ট্রাক নিয়ে দুর্ঘটনা ঘটান। সেই দুর্ঘটনাতেও তিনজনের মৃত্যু হয়েছিল।

ইউএস মার্শালদের মতে, হারজিন্দার সিং ২০১৮ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে দেশে থাকা সত্ত্বেও ক্যালিফোর্নিয়া থেকে একটি বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) নিয়েছিলেন তিনি। 
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে