খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২

পঞ্চগড়ে শিকলবন্দি অচেতন অবস্থায় উদ্ধার মুফতি মুহিবুল্লাহ মাদানী

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


পঞ্চগড় থেকে গাজীপুরের টঙ্গী টিএ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের একদিন পর পঞ্চগড়ে শিকলবন্দি অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। 
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সঙ্গে হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পান। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুফতি মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার ছেলে আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বাবাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এর আগে বুধবার ফজর নামাজের পর হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন মুফতি মাদানী। দীর্ঘ সময় পরও তার কোনো খোঁজ না পেয়ে পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি মাদানী জুমার খুতবায় নিয়মিত ভাবে সমাজের নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও আন্তঃধর্মীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতেন। তিনি একাধিকবার ইসকন ও হিন্দু ছেলেদের মাধ্যমে মুসলিম মেয়েদের প্ররোচিত করার অভিযোগ সম্পর্কেও বক্তব্য রাখেন। এরপর থেকেই তাকে বিভিন্ন উড়ো চিঠিতে হুমকি দেওয়া হয় বলে এলাকাবাসী জানিয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহিল জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুফতি মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করেছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।