খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২

দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে

নগরীর ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিঠু বহিষ্কার

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে নগরীর ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম মিঠুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর বিএনপি’র মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে মোঃ রকিবুল ইসলাম মিঠুকে বহিষ্কার করেছেন এবং দলের সকলকে তার সাথে কোন ধরনের সম্পর্ক না রাখার আহবান জানিয়েছেন।