খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

রূপসায় মাওলানা কবিরুল ইসলাম

কুরআনের আইন বাস্তবায়ন হলে ইসলামী শ্রম আইন বাস্তবায়ন হবে

নিজস্ব প্রতিবেদক |
১১:৩১ পি.এম | ২৪ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আগামী পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট। কুরআনের রাজনীতি করার জন্য জামায়াতে ইসলামী সদা প্রস্তুত থাকে। দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে ইসলামী শ্রম আইন বাস্তবায়ন হবে। তিনি বলেন, আমাদের রাজনীতি হচ্ছে কুরআনের রাজনীতি। কুরআনের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এ সংগ্রাম। কুরআন নিয়ে অপপ্রচার করা হচ্ছে। কুরআন নিয়ে অপরাজনীতি করা যাবে না। কুরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জেগে উঠেছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় রূপসা ব্যাংকের মোড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়ন আয়োজিত ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা লাবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল­াহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা সভাপতি মোঃ জসিম উদ্দীন, জামায়াতে ইসলামী নৈহাটী ইউনিয়ন আমির মুফতি মাওলানা মহিউদ্দীন শেখ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শেখ, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন, মোঃ আবুল খায়ের। শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা ইউনিট সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রহিম নগর ইউনিটের সভাপতি মোঃ আলাউদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রহমানিয়া ইউনিটের সভাপতি মোঃ হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোডাউন মোড় ইউনিটের সভাপতি মোঃ সাগর শেখ সুজন, শ্রমিক কল্যাণ ফেডারেশন স্কুল মোড় ইউনিটের সভাপতি মোঃ ইসমাইল হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাহিন্দ্র ইউনিটের সহ-সভাপতি মোঃ মহিদুল শেখ, শ্রমিক কল্যাণ ফেডারেশনে মাহিন্দ্র ইউনিটের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়নের সভাপতি মোঃ আরমান হোসেন রাজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নৈহাটি ইউনিয়নের সহ সভাপতি মোঃ শাহ আলম রানা, রূপসা উপজেলা দোকান-মালিক কর্মচারী ট্রেড ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা দোকান-মালিক কর্মচারী ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি জিএম আব্দুল­াহ আল মামুন, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলার প্রচার সম্পাদক মোঃ নাজমুল হাসান পিয়াল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ইমরান হোসেন।