খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

বিশ্ব পোলিও দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে খুলনা জোনের উদ্যোগে রোটারি পোলিও ডে র‌্যালি রোটারিয়ান মোল­া মারুফ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাসিসট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাসা। এছাড়া রোটারি একেএস পিপি ডা. গাজী মিজানুর রহমান, রোটারি রিপসা ডি-৬৪, জোন-৫ এর রোটারিয়ান পিপি আশীষ দে, ব্যাংক কর্মকর্তা সিনিয়র রোটারিয়ান নাদিরা সুলতানা, সেলিমুল আযাদ, রাকিবুল ইসলাম, ফেরদৌসুর রহমান পিয়াস, বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট, ও রোটারিয়ানবৃন্দ। 
নগরীর জাতিসংঘ পার্ক হতে র‌্যলীর আনুষ্ঠানিক উদ্বোধন কালে রোটারিয়ান মোল­া মারুফ রশীদ সারা বিশ্বে পোলিও নির্মুলে রোটারির বিশেষ অবদান তুলে ধরেন ও সকল রোটারিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে নগরীর বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।