খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

সামাজিক অবক্ষয় রোধে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : ড. ফরিদুল ইসলাম

রামপাল প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামপালে সামাজিক অবক্ষয় রোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। বাবা-মা সন্তানকে জন্ম দেন, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকরা। যে সমাজে শিক্ষকের সম্মান নেই, সেই সমাজকে মনুষ্য সমাজ বলা যায় না। বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারদার ফিরোজ আহম্মদের সভাপতিত্বে এবং সন্ন্যাসী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে মলি­কেরবেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলি, ছোট সন্নাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, গফুর মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় ডাকুয়া, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, সহকারী শিক্ষিকা শামীম আরা শিপ্রা, ইসমত আরা, চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন হাওলাদার, সন্নাসী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষাক তুষার কান্তি মৃধা, সহকারী শিক্ষক তালুকদার তায়েব আলী, সহকারী শিক্ষক নিগার সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।