খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

দাকোপে দিনভর গণসংযোগকালে পাপুল

সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে এলাকার উন্নয়ন ও অগ্রগতি ততো সহজ হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও খুলনা-১ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল শুক্রবার দিনব্যাপী দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। রাতে তিনি দাকোপের ধোপাদী সর্বজনীন শ্যামা কালী মন্দিরে দীপাবলি (শ্যামাকালী পূজা) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
গণসংযোগকালে দাকোপের গণমানুষের উদ্দেশ্যে জিয়াউর রহমান পাপুল বলেন, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, মিলে মিশে গড়তে চাই’-এ শ্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বাঙালি জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। 
তিনি বলেন, আমি এ এলাকার মানুষকে স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই। স¤প্রীতির বন্ধন যত দৃঢ় হবে এলাকার উন্নয়ন ও অগ্রগতি ততো সহজ হবে।  
তিনি সুতারখালী গ্রামে গণসংযোগ শেষে দারুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিং মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর পিতার কবর জিয়ারত করেন। পরে তিনি নলিয়ান বাজার ও সুতারখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় তিনি কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন। রাতে দীপাবলি (শ্যামাকালী পূজা) উপলক্ষে ধোপাদী সর্বজনীন শ্যামা কালী মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি উত্তম মন্ডল। কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আল আমিন সানা, দাকোপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক গাজী ফয়সাল আলম, আবু মুছা গাজী, আবুল বাসার, শাহীন খান, হাবিবুল্লাহ তারেক, মেহেদী হাসান, রফিক গাজী, মফিজুল ইসলাম, মোঃ মনা, তাপস মন্ডল, কামরুল প্রমুখ।