খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

ওয়ার্ডে-ওয়ার্ডে লিফলেট বিতরণকালে এড. মনা

দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে আগামী নির্বাচনী লড়াইয়ে একজোট হয়ে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা সতর্কবার্তা দিয়ে বলেছেন, যারা বিগত দিনে দলের নির্দেশ অমান্য করে নিজের বলয় তৈরি করছেন। শীর্ষ নেতৃত্বকে অবহেলা করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তাদের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। বিএনপি’র দুঃসময়ে ওইসব নেতারা কর্মীদের পাশে দাঁড়াননি। বিশেষ করে ৫ আগস্টের পর্ববর্তী সময়ে তারা বিএনপি’র ব্যানার ছেড়ে আলাদা ব্যানার নিয়ে নিজেদের স্বতন্ত্রতা প্রদর্শনের চেষ্টা করেছেন। 
গতকাল শুক্রবার পর্ব নির্ধারিত কর্মসূচি ওয়ার্ডে ওয়ার্ডে ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচার মিছিলের অংশ হিসেবে ২২নং ওয়ার্ডে কর্মসূচি পালন শেষে পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে শহরের বিএনপি নেতৃত্ব আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ এবং এখানে কোনো ধরনের গ্র“পিং সহ্য করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে যারা প্রধানদের নির্দেশ অমান্য করবে, তারা দলের সদস্য হিসেবে গণ্য হবেন না। নেতা-কর্মীদের অবশ্যই দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে চলা জরুরি, যাতে আগামী নির্বাচনী লড়াইয়ে দল একজোট হয়ে কাজ করতে পারে। 
একই কর্মসূচি পালনকালে সন্ধ্যায় ১৭নং ওয়ার্ডে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সকলকে একত্রিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন এবং বিভাজনমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের হুঁশিয়ারী দেন। তিনি বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। এছাড়া যারা ‘জান্নাতের টিকিট বিক্রির’ নামে সাধারণ মানুষ, বিশেষ করে সহজ সরল মা-বোনদের সঙ্গে প্রতারণা করছে তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ওই দলের বিতর্কিত ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধকালীন কর্মকান্ডের জন্য তারা ক্ষমা চাইলেও ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জত ফেরানো সম্ভব নয়। 
১৭নং ওয়ার্ড : ১৭নং ওয়ার্ডে প্রচারণা মিছিলটি শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাফিজনগর মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু। এছাড়াও মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন শেখ ফারুক হোসেন, শেখ আজিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, আহসান মৃধা খোকন, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, ইয়াসিন মোল্লা, হাসনা হেনা, মুন্নি জামানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীবৃন্দ।
২২নং ওয়ার্ড : বিকেল ৪টায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদরুল আনাম খান, নুর আলম জিয়া, জহিরুল ইসলাম জুয়েল, জিয়াউর রহমান, মাহফিজুল ইসলাম, আলী হোসেন সানা, ময়েজ উদ্দিন চুন্নু, গোলাম কিবরিয়া, সাহারুজ্জামান মুকুল ও সুলতানা রহমান ন্যান্সি প্রমুখ।
২৮নং ওয়ার্ড : ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন ২৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ। ওয়ার্ডের সেন্ট্রাল রোড ও মাওলা বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এড. মোল্লা মশিউর রহমান নান্নু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ ফারুক হোসাইন, সহ-সভাপতি আলমগীর আজাদ মিলন, মোঃ মাসুম হোসেন, খালেকুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, মোঃ মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলম সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ আরো উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি অনিকা সুলতানা নিপা, দিলরুবা, মৌসুম, কৃষক দলের জাহাঙ্গীর শিকদার, স্বেচ্ছাসেবক দলের রাজুসহ ২৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে একই কর্মসূচি পালিত হয়েছে।