খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

আবারও সাগরে লঘুচাপ, নিম্নচাপে পরিণত হয়ে হতে পারে বৃষ্টি

খবর প্রতিবেদন |
১২:৫৬ পি.এম | ২৫ অক্টোবর ২০২৫


বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। মাত্র কয়েক দিন আগে একটি লঘুচাপ দুর্বল হয়ে বিলীন হয়ে যায়। এরপর গতকাল শুক্রবার সকালে নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এবারের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, এর প্রধান প্রভাব পড়বে ভারতের উড়িষ্যা উপকূলে। বাংলাদেশের উপকূলে আংশিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, নতুন যে লঘুচাপ তৈরি হয়েছে, তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এর প্রধান প্রভাব ভারতের উপকূলে পড়বে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আংশিক প্রভাব থাকতে পারে, আর এর প্রভাবে বুধবারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

চার দিন আগে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং বাংলাদেশের উপকূলে কোনো প্রভাব ফেলেনি। প্রায় এক সপ্তাহ ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি নেই। এতে গরম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, এই লঘুচাপের কারণে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে সরবে। পশ্চিমা বাতাসের ধাক্কায় এর অংশ মেঘ আকারে বাংলাদেশের দিকেও আসতে পারে।

আবহাওয়াবিদদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এবারের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। তবে নিম্নচাপে পরিণত হলে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, লঘুচাপটির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। পরে হয়তো স্থলভাগ দিয়ে বাংলাদেশের দিকে একটা অংশ আসতে পারে। তাতে ২৯ অক্টোবরের দিক বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।