খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

কপিলমুনিতে ৩১ দফার লিফলেট বিতরণকালে মন্টু

আওয়ামী এমপি-মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও টেকসই ভেড়িবাঁধ নির্মাণ হয়নি

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, অবহেলিত উপকূলীয় জনপদ পাইকগাছা-কয়রাবাসী কখনোই ত্যাগী-পরীক্ষিত খাঁটি অভিভাবক পায়নি। সে কারণে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বারবার। লুটেরা আওয়ামী এমপি-মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও টেকসই ভেড়িবাঁধ নির্মাণ হয়নি। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলাই ছিল আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের নেশা ও পেশা। পাইকগাছা-কয়রার উন্নয়ন বৈষম্য দূর করতে এবং ন্যায্য অধিকার আদায়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণের সরকারকে শক্তিশালী করতে হবে। আর জাতীয় সরকারের যদি কয়রা-পাইকগাছাবাসীর প্রতিনিধিত্ব না থাকে তার চেয়ে দুঃখ-দুর্দশার আর কিছুই রবে না।
পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে গতকাল শনিবার বিকেলে লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। আগামী নির্বাচনে ফ্যাসিবাদ ও মৌলবাদকে রুখে দেবার আহবান জানিয়েছেন তিনি।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, স্বাধীনতা বিরোধীরাও এখন সরকার গঠনের দিবাস্বপ্ন দেখছেন? যাদের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌম্যত্ব নিরাপদ নয়; তাদেরকে ভোট দেওয়াও নিরাপদ নয়। তাই অপাত্রে ভোট নষ্ট না করে ‘ধানেরশীষ’ প্রতীকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদের পাইকগাছা-কয়রাবাসীর প্রকৃত অভিভাবক নির্বাচনের আহবান জানিয়েছেন তিনি।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, তৌহিদুজ্জামান মুকুল, মোঃ এমরান গাজী, জিএম হারুন অর রশীদ, আজারুল, কৈখালী ইউনিয়নের সভাপতি শেখ ইমামুল ইসলাম, কপিলমুনি’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, তোফাজ্জল সরদার, সুজায়েত গাজী, আবু হানিফ ও ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।