খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় এড. মনা

সিরাজুল ইসলাম মেঝো ভাইয়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, প্রয়াত সিরাজুল ইসলাম মেঝো ভাই-এর ভাসানী ন্যাপের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু মৃত্যুর আগ পর্যন্ত তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাথে সম্পৃক্ত ছিলেন। মেঝো ভাই ছিলেন দলের একজন বিশ^স্ত নেতা। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সদর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মেঝো ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, সিরাজুল ইসলাম মেঝো ভাই ছিলেন এই জনপদের অসংখ্য নেতা-কর্মীর নির্ভরযোগ্য অভিভাবক। জাতীয় দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তিনি পাহারাদারের ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। একজন সর্বত্যাগী মানুষ  মেঝো ভাইয়ের শূন্যতা আজও পূরণ হয়নি।
সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কে এম বদরুল আলম, মোঃ নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, আমীন আহম্মেদ, সওগাতুল আলম সগির, মঞ্জুরুল আলম, মাস্টার রফিকুল ইসলাম, বাবুল রানা, শেখ সরোয়ার, মুরাদ হোসেন, মাফিজুল ইসলাম, মেহেদী হাসান লিটন, মীর কবির হোসেন, একেএম সেলিম, মঈনুল ইসলাম কিরন, আলতাফ হোসেন খান, তৌহিদুল ইসলাম বাবু, জিয়াউর রমান খান আপন, হাসিব চৌধুরী, মিজানুর রহমান লিটন, আযাদ হোসেন, সামসুর রহমান সামসু, রমজান খলিফা, নাসির আহম্মেদ, দুলাল হোসেন, রাশিদা আক্তার ময়না, শারমিন আক্তার ও শাহানাজ আকতার শান্তা প্রমুখ।