খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান বকুলের

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


খুলনা মহানগরীর খালিশপুর বৈকালী বড় বয়রা এলাকায় অবস্থিত বায়তুল নাজাত নূরানী মসজিদ ও মাদ্রাসা একাডেমী ভবনের সম্প্রসারণ (এক্সটেনশন) কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এশার নামাজের আগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। 
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “রাজনীতি খারাপ নয়, কিছু অসৎ রাজনীতিবিদের কারণে রাজনীতির ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। আমরা চাই, রাজনীতির কলঙ্ক মুছে দিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে।” 
তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের শিখিয়েছেনÑজনগণের পাশে থাকতে হবে, জনগণের কথা শুনতে হবে এবং তাদের আশা-আকাক্সক্ষা পূরণের জন্য কাজ করতে হবে।” 
বকুল বলেন, “আমরা মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সবসময় অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতেও করব। আমাদের লক্ষ্যÑপ্রতিটি ঘরে ইসলামের আলো পৌঁছে দেয়া, তবে সেই ইসলাম নয় যা বিভ্রান্তি সৃষ্টি করে।”
ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর সমালোচনা করে তিনি বলেন, “আজকাল কিছু দল ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এমন কি কেউ কেউ দাবি করছে, তাদের দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবেÑএটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ, তিনিই নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে, কে দোজখে যাবে।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণকে সচেতন ভাবে ভোট দিতে হবে। কেউ যদি ভোট চাইতে আসে, তাকে প্রশ্ন করবেন এতদিন কোথায় ছিলেন, জনগণের জন্য কী কাজ করেছেন।” সমাজে ঐক্য ও ন্যায় প্রতিষ্ঠার আহবান জানিয়ে বকুল বলেন, “ভালো-মন্দ যেই হোক, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এখনই সময় জেগে ওঠার এবং ইসলামী আদর্শে সমাজ গঠনের।”
তিনি শিক্ষার ক্ষেত্রেও ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার আহবান জানিয়ে বলেন, আমাদের সন্তানদের মধ্যে ঈমানী শক্তি ও মানবিকতা গড়ে তুলতে হবে। মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার ধারকÑতাই এগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মসজিদ কমিটির সভাপতি শেখ আব্বাস ফকির, সাধারণ সম্পাদক শেখ বাসিত আহম্মেদ মিঠু, হুজুর মাওলানা আব্দুস সাত্তারসহ এলাকার অসংখ্য মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ। 
বক্তারা বায়তুল নাজাত নূরানী একাডেমীকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার উৎকর্ষ সাধনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।