খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচনের পর খুলনা চেম্বারের নির্বাচন চায় ব্যবসায়ী সমাজ

নিজস্ব প্রতিবেদক |
০১:২৭ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজনের দাবি জানিয়েছেন জ্যেষ্ঠ ব্যবসায়ী ও উদ্যোক্তারা। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো আবেদনে ব্যবসায়ীরা বলেন, বর্তমানে চেম্বার নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই; এ অবস্থায় নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। আবেদনে বলা হয়, চেম্বারের নির্বাচন কমিশন গঠন, সদস্য তালিকা হালনাগাদ, প্রশাসনিক স্বচ্ছতা, সব ক্ষেত্রেই অনিশ্চয়তা বিরাজ করছে। এতে ব্যবসায়ীদের বৃহত্তম এই সংগঠনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
তারা অভিযোগ করেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের সময় ব্যবসায়ীদের প্রাণ খুলনা চেম্বার কিছু ব্যক্তির নিয়ন্ত্রণে জিম্মি হয়ে পড়েছিল। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় চেম্বারের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। সেই সময়ে প্রতিষ্ঠানটি কার্যত একটি রাজনৈতিক বলয়ের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল।” 
ব্যবসায়ীরা বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ব্যবসায়ী সমাজে নতুন আশার সঞ্চার হয়েছিল গণতান্ত্রিক পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কিন্তু সংসদ নির্বাচনের আগে চেম্বারের নির্বাচন আয়োজনের চেষ্টা ব্যবসায়ী মহলে নতুন করে অস্থিরতা তৈরি করছে। তারা অভিযোগ করেন, “যারা পতিত ফ্যাসিস্ট সরকারের সময় চেম্বারের নিয়ন্ত্রণে ছিলেন, তারাই এখন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের তাগিদ দিচ্ছেন, যাতে পুরনো শক্তি আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে।”
আবেদনে আরো বলা হয়, সারাদেশে সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবসায়ী সমাজ এখন স্থিতিশীলতা ও একতার সময় প্রত্যাশা করছে। খুলনা প্রেসক্লাব, খুলনা ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও খুলনা শিশু ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোর নির্বাচনও জাতীয় নির্বাচনের পর হচ্ছে। সেক্ষেত্রে খুলনা চেম্বারের নির্বাচনও জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হওয়াই যুক্তিসঙ্গত হবে। 
ব্যবসায়ীরা মনে করেন, প্রশাসকের তত্ত্বাবধানে কিছু সময় চেম্বার পরিচালনা করা গেলে সদস্য তালিকা হালনাগাদ, প্রশাসনিক স্বচ্ছতা ও সাংগঠনিক স্থিতি অর্জন সম্ভব হবে। এরপর নির্বাচন হলে তা হবে “অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য”। 
উল্লেখ্য, খুলনা চেম্বার অব কমার্সের গত মে মাসের সভায়ও সিদ্ধান্ত হয়েছিল সংসদ নির্বাচনের পরই চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনের পর খুলনা চেম্বারের নির্বাচন হলে এর হারানো ঐতিহ্য ফিরে আসবে এবং এটি প্রকৃত অর্থে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। 
আবেদনপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ জুট এসোসিয়েশন খুলনার পরিচালক নুরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র-কুটির শিল্প অব বাংলাদেশ (নাসিব) এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোংলা কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব মাহমুদুল চৌধুরী জনি, খুলনা বিভাগীয় ফুয়েল ও পেট্রোল পাম্প মালিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, খুলনা ফ্লাওয়ার মিলস মালিক এসোসিয়েশন খুলনার সভাপতি মতিউর রহমান মতিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্র“পের সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ শাহাদাৎ হোসেন, হেরাজ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব পিন্টু, মজিদ স্মরণী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হাসান, কেসিসি দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, দৌলতপুর দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শেখ আসলাম, খালিশপুর দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন বাচ্চু, রূপসা দোকান মালিক বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ডুমুরিয়া দোকান মালিক ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য সচিব মৃনাল কান্তি দেবনাথ, পাইকগাছা দোকান মালিক ব্যবসায়ী সমিতি র সাধারণ সম্পাদক আল কোরাইশ, কয়রা দোকান মালিক ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোজাম্মেল হক, বটিয়াঘাটা দোকান মালিক বনিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মন্ডল, তেরোখাদা দোকান মালিক ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, ফুলতলা বাজার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আবুল কাশেম, ফুলবাড়িগেট বাজার বনিক সমিতির সভাপতি মীর কায়ছেদ আলী, টি.সি.বি ডিলার এসোসিয়েশন, খুলনা জেলার সভাপতি শহিদুল ইসলাম, বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎ সমিতির সভাপতি আব্দুর রব মাস্টার, খুলনা জেলা এলপি গ্যাস ডিলার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, নিরালা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ ওবায়দুল, লবণচরা দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ ফজলুল কবির, ওম্যানস এন্টারপ্রাইনার্স এসোসিয়েশন, খুলনা জেলার সভাপতি তাহমিনা খন্দকার প্রমুখ।