খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

যেসব নেতাকর্মী দুর্দিনে দলের সাথে ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে : লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৫৫ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষে খুলনা-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবির সাথে ডুমুরিয়া উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার সকালে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি মোহাম্মদ আলী আসগর লবি বলেন ডুমুরিয়ার মাটি বিএনপি’র ঘাঁটি। আগামী নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে হলে দলের মধ্যে কোন গ্র“পিং লবিং থাকলে হবে না। দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
তিনি আরও বলেন, দুর্দিনে যেসব নেতাকর্মী আন্দোলন সংগ্রামে ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে।
জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের সভানেত্রী এড. তছলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, মোল্লা মাহবুবুর রহমান, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মোল্লা কবির হোসেন, অরুণ গোলদার, মশিউর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান শাহীন, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, আমিনুর রহমান মোড়ল, শেখ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হবি, মিজানুর রহমান লিটন, প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্যা মশিউর রহমান, হেমায়েত রশিদ খান, নিত্যানন্দ মন্ডল, মাওলানা আব্দুস সালাম আজাদ, আঃ রব আকুঞ্জি, শাহাদাত হালদার, মোল্লা আবুল কাশেম, আমিনুল ইসলাম হালদার, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম মোড়ল, অংশুপতি বৈরাগী, বীরেশ্বর মন্ডল, জি এম মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।