খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

জুলাই আন্দোলন

ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

খবর প্রতিবেদন |
১২:৫৩ পি.এম | ২৭ অক্টোবর ২০২৫


জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আজ সোমবার (২৭ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে। সব যাচাই-বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি।

এখন পর্যন্ত পাওয়া জেলাগুলোর তথ্য অনুযায়ী, সবশেষ ১০৯ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন (Interim Investigation Report) আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে ডিএমপির ১২ জন ছাড়াও ঢাকায় ২৫ জন, গাজীপুরে একজন, মানিকগঞ্জের একজন, হবিগঞ্জে একজন, এসএমপির ৩৯ জন, খুলনায় ২ জন, আরএমপির ৯ জন, জয়পুরহাটে একজন ও কুড়িগ্রামে ১৮ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও ২৫১ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন। যারমধ্যে ঢাকায় ৮৭ জন, মানিকগঞ্জে ২ জন, গাজীপুরে একজন, কিশোরগঞ্জে একজন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, কক্সবাজারে ৫ জন, চট্টগ্রামে ২ জন, ডিএমপির ১১৮ জন, গাজীপুরে একজন, ঠাকুরগাঁওয়ে ৩ জনের বিষয়ে প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

এদিকে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেছেন। শুনানিতে আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।

উল্লেখ্য, তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন রিভা।

পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।