খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

বাগেরহাটে ১৭ বছর পর প্রকাশ্যে যুবদলের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:৩৫ পি.এম | ২৭ অক্টোবর ২০২৫


বাগেরহাটে প্রতিষ্ঠা দীর্ঘ ১৭ বছর পরে প্রকাশ্যে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় শোভাযাত্রায় যুবদল নেতা, শেখ মহিউদ্দিন, মোঃ আবুল হাসান, মোঃ সুমন পাইকসহ জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। দীর্ঘদিন পরে প্রকাশ্যে শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুশি দলীয় নেতাকর্মীরা।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে আমরা দীর্ঘদিন ধরে দলীয় কোন সভা-সমাবেশ করতে পারি নাই। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মনে হচ্ছে আমরা আনন্দ শোভাযাত্রা করছি। জেলার নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিককে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ তার বহিঃপ্রকাশ এই বিশাল শোভাযাত্রা।