খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ৯৮৩

খবর প্রতিবেদন |
০৪:৪৯ পি.এম | ২৭ অক্টোবর ২০২৫


গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪২৩ জনে।

আজ সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন কোভিড-১৯ হাসপাতালে দুইজন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী, বয়স ৫ থেকে ৬০ বছরের মধ্যে।

নতুন ভর্তি হওয়া ৯৮৩ জন রোগীর মধ্যে ৩৬০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। বাকিদের মধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলা থেকে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে—৭৬ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আক্রান্তের দিক থেকেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে ভয়াবহ মাস—তখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন রোগী। তবে অক্টোবরের ২৭ তারিখ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ০৮১, যা ইতিমধ্যে সেপ্টেম্বরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

অন্য মাসগুলোতে আক্রান্তের সংখ্যা ছিল—জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন এবং আগস্টে ১০,৪৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ রেকর্ড হয়—সেই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বাধিক।