খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

১৪ বছরের সংসার ভাঙছে জয়-মাহির

খবর বিনোদন |
০৬:০৩ পি.এম | ২৭ অক্টোবর ২০২৫


দাম্পত্য জীবনের ইতি ঘটাতে চলেছেন ভারতের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ। দীর্ঘ ১৪ বছরের সংসার শেষ করে বিচ্ছেদের পথে হাঁটছেন এ জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জয়-মাহি। ক্যারিয়ারে কাজের পাশাপাশি সংসার সমান তালে সামলাচ্ছিলেন।

এভাবেই কেটে যায় ৬ বছর। বিয়ের ৬ বছর পেরোনোর পর সন্তান না হওয়ায় এ তারকা দম্পতি রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন ২০১৭ সালে। সন্তান দত্তক নেয়ার ২ বছর পর ২০১৯ সালে তাদের সংসারে আলো করে আসে একমাত্র মেয়ে তারা।

২০২৪ সাল পর্যন্ত সুখের সংসারই ছিল এ তারকা দম্পতির। তবে গত বছরের জুন থেকে হঠাৎই পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বন্ধ করে দেন এ দুই সেলিব্রেটি। সর্বশেষ এ তারকা দম্পতিকে এক সাথে দেখা যায় গত বছরের আগস্টে একমাত্র মেয়ে তারার জন্মদিনে।

এর দুই মাস পরই আলাদা বসবাস করতে শুরু করেন জয়-মাহি। জানা যায়, বিশ্বাস ইস্যু তাদের সম্পর্ক ভাঙার মূল কারণ। দুইজনের পক্ষ থেকেই সম্পর্ক বাঁচানোর চেষ্টা ছিল তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। যে কারণে চলতি বছরের জুলাইয়ে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এ তারকা জুটি। 

জয় ভানুশালী ও তার স্ত্রী মাহি ভিজ রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’ বিজয়ী। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংয়ে কাজ করেছেন এ তারকা জুটি।

তবে ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন জয়। তার উল্লেখযোগ্য সিনেমা হলো ‘হেট স্টোরি ২’, ‘দেশি কাট্টে’, ‘এক পেহেলি লীলা’ ইত্যাদি। অন্যদিকে মাহি হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বালিকা বধূ’, ‘লাগি তুঝে লগন’র মতো দর্শকনন্দিত সিরিয়াল।