খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ কার্তিক ১৪৩২

ঐক্যবদ্ধ থাকার আহবান তারেক রহমানের

বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করলে বহিষ্কারসহ কঠোর শাস্তি

খবর প্রতিবেদন |
০১:১৮ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহŸান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তারেক রহমান।
বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন প্রত্যাশীরা জানান, মনোনিত প্রার্থীর বিপক্ষে কাজ করলে বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে। কাউকে মনোনয়ন দেওয়ার গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে ঐক্যবদ্ধ থাকার রেড সিগন্যাল দেওয়া হয়েছে।