খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ কার্তিক ১৪৩২

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫০ এ.এম | ২৮ অক্টোবর ২০২৫


সংগঠণের পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাইমিন সরদারকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ খান থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর ফাইমিন সরদারের নামে পাইকগাছা থানায় একাধিক মামলা দায়ের হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। রোববার (২৬ অক্টোবর) রাতে ঢাকার উত্তরা থেকে তার গ্রেফতারের খবর প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে যথাযথ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে পাইকগাছা থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত ফাইমিন সরদারকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়নি।