খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৩ কার্তিক ১৪৩২

এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি

খবর প্রতিবেদন |
০৩:২৫ পি.এম | ২৮ অক্টোবর ২০২৫


এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই বিপুল সংখ্যক মুসলিম ওমরাহ পালন করেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ে এক মাসে ওমরাহ পালনকারী সর্বোচ্চ সংখ্যা, যাকে সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধা নিশ্চিতের ফল হিসেবে দেখা হচ্ছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন। ফলে শান্তিদায়ক পরিবেশে সহজেই ইবাদত করতে পারছেন তারা।

সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই সেবার সম্প্রসারণ করা হচ্ছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এতে শুরু থেকে যাত্রা শেষ হওয়া পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে যাতে দুই পবিত্র মসজিদে সেবার মান আরও উন্নত করা যায়। তারা ডিজিটাল ও অপারেশনাল ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে কাজ করছে, যাতে মুসল্লিদের যাত্রা আরও সহজ, নির্বিঘ্ন ও তৃপ্তিদায়ক হয়।

সৌদি সরকার গত কয়েক বছর ধরে ওমরাহ ও হজ ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্যাপক বিনিয়োগ করেছে। বিশেষ করে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ যাত্রায় আগের তুলনায় অংশগ্রহণ বেড়েছে কয়েকগুণ।
সূত্র : সৌদি গেজেট