খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ২৯ অক্টোবর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরাপত্তা কমিটির সাথে দৈনিক মজুরি ভিত্তিক ও প্রাইড নিরাপত্তা গার্ডদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উদ্যেগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হকসহ কমিটির সকল সদস্যবৃন্দ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত গার্ডদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা শোনেন। 
এসময় সংশ্লিষ্ট গার্ডরা তাদের দায়িত্ব পালনে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও প্রাসঙ্গিক সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিরাপত্তা কমিটির সভাপতি সেসব সমস্যা সমাধানে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। 
মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক। 
সভায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তা গার্ডদের প্রতি নিরাপত্তা কমিটি আহŸান জানান।