খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ২৯ অক্টোবর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও কুয়েটের যৌথ উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সহযোগিতায় সেমিনারটি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মুজিবুর রহমান, খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এবং সহকারী অধ্যাপক ড. মোঃ জহির উদ্দিন। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন ডব্লিউএইচও’র হেলদি সিটি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুুল হক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।