খুলনা | বুধবার | ২৯ অক্টোবর ২০২৫ | ১৪ কার্তিক ১৪৩২

পাইকগাছায় ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ২৯ অক্টোবর ২০২৫


পাইকগাছায় জেসমিন খাতুন (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে নিজ বসতঘরের আড়ায় গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গৃহবধূ জেসমিন খাতুন উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী এলাকার খায়রুল সানার স্ত্রী। ধার দেনা ও ঋণের দায়ে গৃহবধূ জেসমিন আত্মহত্যা করতে পারে বলে  প্রতিবেশী অনেকেই ধারণা করছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি রিয়াদ মাহমুদ।