খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

নড়াইলে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ২৯ অক্টোবর ২০২৫


নড়াইলে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। 
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আরিফুর রহমান। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,  মসুর ডাল, খেসারী ডাল ও অড়হরসহ মোট ৮ প্রকার ফসলের  আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে নড়াইল পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে কৃষি বিভাগ। এদের মধ্য সরিষা চাষের জন্য ৩ হাজার ৬০০ জন, গম চাষের জন্য ১ হাজার, মসুর ডালের চাষাবাদের জন্য  ৪১০ জন, খেসারী চাষাবাদ জন্য ৩৮০ জন, সূর্যমুখী চাষের জন্য ৩৩০ জন,  পেঁয়াজ চাষের জন্য ৭০ জন ও অড়হর চাষাবাদের জন্য ৩০ জন এবং বাদাম চাষের জন্য ২০ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন। কৃষকদের মাঝে আনুপাতিক হারে বীজ ও  ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। 
এছাড়া লোহাগড়া উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। লোহাগড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৭ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।