খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

রূপসায় বিএনপি’র ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

রূপসা প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ২৯ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা ওয়ার্ডের নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা বুধবার বিকালে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য ও টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান।
প্রধান বক্তার বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমান।
টিএসবি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য, সাবেক ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, বিএনপি নেতা এইএম কামরুল ইসলাম, ফিরোজ মাহমুদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন। 
বিএনপি নেতা বাবু কাজীর পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শামীম হাসান, জিএম মাসুদ, মিন্টু শিকারি, জাহাঙ্গীর হালদার, টিএসবি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক খান ওলিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম আহম্মেদ, এইচ এম কালাম,  দিপক দত্ত, জাকির শেখ, জাহিদুর রহমান, আকতার শেখ, নজরুল ইসলাম, জগলুল হায়দায়, ফারুক আহম্মেদ, সফর কাজী, শাহিনুর শেখ, শহিদুল কাজী, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, নাসির আহম্মেদ, মনির হোসেন, মিরাজ সরদার প্রমুখ।