খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

খুবি ল্যাব এ্যাটেনডেন্ট সোহেলের মাতার ইন্তেকাল, উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ল্যাব এ্যাটেনডেন্ট এফএম সোহেল হাসানের মাতা লিলিমা বেগম মঙ্গলবার বিকাল ৪টার দিকে ফকিরহাট উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এক শোক বার্তায় ল্যাব এ্যাটেনডেন্ট এফ এম সোহেল হাসানের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল­াহ এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।