খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

অবৈধ অনুপ্রবেশের দায়ে ইছামতী নদী থেকে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৪ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ কৌশলে সীমান্তের কালিন্দী ও ইছামতি নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে সীমান্তের কালিন্দী ও ইছামতি নদী অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহৃত হয়।
স্থানীয়রা জানান রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান তিনি। ট্যাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি আটক করে তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাক্স বানিয়ে সে সীমান্তের কালিন্দী নদীতে নেমেছিল। পরবর্তীতে জোয়ারের টান তাকে ভাসিয়ে ইছামতি নদীতে নিয়ে আসে এবং পরে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে।  আটক ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।