খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

১১নং ওয়ার্ডে লিফলেট বিতরণকালে মাহফুজ

দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আল­াহর রহমত, জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের মূল শক্তি। আগামী দিনে দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সকলকে নিয়ে আমরা কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সড়ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 
গতকাল বুধবার খুলনা-৩ আসনের ১১নং ওয়ার্ড খালিশপুর নিউমার্কেট ও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণতকালে তিনি এসব কথা বলেন। 
এ সময়ে উপস্থিত ছিলেন জামায়াত নেতা গাজী আবু সাঈদ, মোঃ আল কাওসার আমিন, মোঃ কামাল হোসেন, এড. আবু সাঈদ, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আলী আজম, রিপন হোসেন, নুর ইসলাম, মোঃ মহসিন, মোহাম্মদ ডালিম, মোঃ আলমগীর হোসেন, আলমগীর  হায়দার রিয়াজ, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ হুমায়ুন পাটোয়ারী, শ্রমিক নেতা মোহাম্মদ রিপন হোসেন, আব্দুস সোবহান, মাস্টার মাস্টার আবুল কালাম, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম, আব্দুল জব্বার, মোহাম্মদ হাবিবুর রহমান, জালাল আহমেদ, আব্দুল হালিম, দীন মোহাম্মদ, আফজাল হোসেন, রুহুল আমিন, ইসমাইল হোসেন, ইমন হোসেন ও আব্দুর রহমান প্রমুখ।