খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

খুবিতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বিষয়ক সেমিনারে ভিসি

ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল প্রতারণা রোধে উন্নত নিরাপত্তা ব্যবস্থা জরুরি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


জেলা ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ (বাংলা কিউআর লেনদেন স¤প্রসারণ) বিষয়ক সেমিনার বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও সোনালী ব্যাংক পিএলসি’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
তিনি বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে ক্যাশলেস ট্রানজেকশন চালু হয়েছে। তবে তা এখনো সর্বস্তরের ভোক্তার কাছে পুরোপুরি পৌঁছায়নি। এক সময় হোল্ডিং ট্যাক্স, পানির বিল, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সেবামূলক কাজের টাকাও দীর্ঘলাইনে দাঁড়িয়ে পরিশোধ করা হতো। প্রযুক্তির অগ্রগতি বিল পরিশোধের ঝামেলাপূর্ণ এ ধাপগুলো কমিয়ে এনেছে। একই সাথে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে নাগরিক সেবা আগের তুলনায় অনেক দ্রুত ও সহজ হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতারণা। এজন্য ডিজিটাল প্রতারণা রোধে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়া তিনি সরকারি ব্যাংকগুলোর সেবার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ব্যাংকসমূহ থেকে শিক্ষার্থীদের বিনাসুদে শিক্ষাঋণ প্রদানে উদ্যোগী হতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং এ্যাপ্লিকেশন ও পেমেন্ট সল্যুশন আমাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্য করেছে। বিদেশে পেমেন্ট কার্ডের ব্যবহার যেমন স্বাভাবিক বিষয়, আমাদের দেশেও সেই সংস্কৃতির দ্রুত বিস্তার ঘটছে। তবে তিনি ক্যাশলেস সমাজে রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান বাস্তব ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজনীয়তার কথা উলে­খ করেন।
সেমিনারে বিশেষ অতিথি আরও ব বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান, সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি খুলনার জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল­া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক মোঃ মতিয়ার রহমান মোল্যা। সেমিনারের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সোনালী ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।