খুলনা | বৃহস্পতিবার | ৩০ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

নগরীর ২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ৩০ অক্টোবর ২০২৫


নগরীর ২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যকরী কমিটি ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর খান হাবিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন নাগরিক ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন।
নির্বাচনী কমিশনারের প্রধান মেজবাহ উল ইসলাম ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রাথমিক বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসাবে আরো উপস্থিত ছিলেন শকিল আহমেদ ও কে এম শফিকুল হাসান শান্ত।  নির্বাচনী মনিটরিং সেলের সদস্য জি এম মঈন, বনানী সুলতানা ঝুমু, আল মামুন বাদল, মাহবুবুল হক, নাগরিক ফোরাম লজিষ্টিক অফিসার প্রদীপ ভাদুরী, ২৪নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশীদ, ৩০নং ওয়ার্ডের সভাপতি মোঃ রকিুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মুকুল নির্বাচনের সকল প্রক্রিয়া পর্যবেক্ষন করেন। এছাড়া অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নুরুল আলম দিপু, জুয়েল খান, সাহারুজ্জামান মুকুলসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।  
প্রধান নির্বাচন কমিশনার সভাপতি পদে মোঃ কাজী পারভেজ মাহবুব ও সাধারণ সম্পাদক পদে মোঃ আল-বাব-উল ইসলাম তানভীরের নাম প্রাথমিক বিজয়ী হিসাবে ঘোষনা করেন। ৩১ সদস্য বিশিষ্টি কমিটির সহ-সভাপতি এস এম মনোয়ার হোসেন লাভলু , এস এম হাসিব উদ্দিন পান্না, আলমাস আরা সহ-সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, রুনা আক্তার লতা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিজভী সাদেক, কোষাধ্যক্ষ মোঃ জাবেদ পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন রুমি, প্রচার প্রকাশনা সম্পাদক সৈয়দ মোঃ রাফাত, তথ্য ও গবেষনা সম্পাদক এস এম জালালুল করিম সুমন, আইন বিষয়ক সম্পাদক এস এম আশিকুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, নারী বিষয়ক সম্পাদক কাজী ফাতেমা কাদেরী পিংকী, ক্রীড়া সম্পাদক শিপলু মাহমুদ, পরিবেশ সম্পাদক সালমান আলম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাহামুদ খান রিয়াদসহ ৫টি কার্যকরী সদস্য ও অন্যান্য সহ-সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।