খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

খবর প্রতিবেদন |
০৪:৫৯ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


একবিংশ শতাব্দীর জটিল ও বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের সক্ষমতা বাড়াতে হবে, যাতে যেকোনো পরিস্থিতিতে দেশ ও জাতির নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এসিএন্ডএসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং এসিএন্ডএসের কমান্ড্যান্ট।

সম্মেলনে বক্তব্য দেন সেনাপ্রধান। তিনি রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও মাতৃভূমির সেবায় তাদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রযুক্তিগত উৎকর্ষতা, গবেষণাধর্মী মনোভাব এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম হতে হবে।’

এ সময় সেনাপ্রধান দুই কোরের কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত উৎকর্ষতা অর্জনের নানা দিক উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, ১৭ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) চেয়ারম্যান, এনডিসির সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসিএন্ডএসের কমান্ড্যান্ট, আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার, অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৯ অক্টোবর) এসিএন্ডএসে রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, বিএসপি, এসজিপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। একই দিন আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী।