খুলনা | শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | ১৫ কার্তিক ১৪৩২

তালার হাজারকাটি বাজারে অগ্নিকান্ডে ৮ দোকানে আগুন, ৮ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:২৬ পি.এম | ৩০ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলির দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও খুলনার ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে তৈরি দোকানগুলো  আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, আমার দোকান সব পুলিশ ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসার উপক্রম হয়েছে।

বাজারের নৈশ প্রহরী কেরামত আলী শেখ বলেন, আমরা রাতে বাজারে ডিউটি করছিলাম। ভোর রাত তিনটার দিকে উত্তর পাশে কুকুরের ডাকাডাকি শুনে আমি দেখতে চাই। ফিরে এসে দেখি সুরমানে দোকানে পেছন থেকে আগুন জ্বলছে। এ সময় আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।